শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় প্রাথমিক শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষকদের দাবির পক্ষে শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার  সকাল থেকে দিন ব্যাপি উপজেলার শিক্ষা ভবনের সামনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষকরা জানান, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পদোন্নতি, টাইম-স্কেল, বেতন বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সরকারের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
শাটডাউন কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে যায়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হয়।
শিক্ষক নেতারা জানান, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এসময়  শিক্ষকদের নেতা  আহবায়ক  আমিনুর রহমান প্রামানিক,সমন্বয়ক  আমিনুল ইসলাম, আরিফ বিল্লাহ, আজিজুল ইসলাম, সহ বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

হাতীবান্ধায় প্রাথমিক শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালিত

প্রকাশের সময় : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষকদের দাবির পক্ষে শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার  সকাল থেকে দিন ব্যাপি উপজেলার শিক্ষা ভবনের সামনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একযোগে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষকরা জানান, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পদোন্নতি, টাইম-স্কেল, বেতন বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সরকারের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
শাটডাউন কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে যায়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হয়।
শিক্ষক নেতারা জানান, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এসময়  শিক্ষকদের নেতা  আহবায়ক  আমিনুর রহমান প্রামানিক,সমন্বয়ক  আমিনুল ইসলাম, আরিফ বিল্লাহ, আজিজুল ইসলাম, সহ বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।