
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর উপজেলার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মোকাদ্দেস রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরদেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা,বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান গাজী মোল্লা,পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমপ্রমুখ নেতৃবৃন্দ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত।মোনাজাতের আগে বক্তব্যে সাবেক সংসদ সদস্য মিল্লাত বলেন, দেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে, তখনই আস্থা ও ঐক্যের প্রতীক হয়ে সামনে এসেছেন বেগম খালেদা জিয়া। শত জুলুম-নির্যাতন সত্ত্বেও তিনি কখনো পিছু হটেননি। আগামীতেও দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তাঁর মতো দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন।তিনি আরও বলেন, দেশের মানুষকে তিনি এতটাই ভালোবাসেন যে অতীতের স্বৈরাচারী সরকারের নির্যাতনের পরও জনগণের পক্ষে অবিচল ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অনিয়ম বা অপকর্মের নজির নেই। বরং ভালো কাজ, সততা এবং গণতন্ত্রের পক্ষে আপোষহীন ভূমিকার কারণেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 




































