কাজের বাইরে বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাস্তা-ঘাটে যেখানেই কুকুরদের ওপর অত্যাচার হতে দেখেন, সেখানেই সরব হন তিনি। কিছুদিন আগে ফ্লাইওভারে পানের পিক ফেলায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। এবার পথকুকুরদের জড়িয়ে এক নজিরবিহীন ঘটনার কথা তুলে ধরলেন তিনি।

মিমি জানান, নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনিতে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাত শিশুকে পাহারা দিয়েছে এলাকার পথকুকুররা। স্থানীয়দের দাবি, শীতের রাতে শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে পাহারা দেয় তারা। সকাল পর্যন্ত শিশুটির ক্ষতি না হয়, সেদিকে নজর রাখে এই পথেরই কুকুররা।
বিনোদন ডেস্ক 






































