
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন’।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর মার্কেট চত্বর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের বাংলাদেশ হোটেলের সামনে অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে চত্বরে সমবেত হয়।
বক্তারা বলেন, মানবাধিকার শুরু হয় মানুষের সমতা, ন্যায্যতা কিংবা স্বাধীনতা থেকে।এগুলো প্রাপ্তির বঞ্চনা থেকে এর ভাঙন শুরু হয়। প্রথমে মানুষ অস্বীকার করে আমি আপনাকে এবং আপনার অধিকারকে অস্বীকার করলাম। অস্বীকারের পাশাপাশি মানুষ বিঘ্নিত করে, বাধা দেয়। আপনাকে এটা করতে দেব না। অস্বীকার করা বিঘ্নিত করা সর্বশেষে লঙ্ঘন করে।
বক্তারা আরও বলেন, মানুষের কল্যাণের জন্য, মানুষ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য এবং সর্বোপরি মানবতার জন্য যে স্রোত। আমরা বাংলাদেশের মানুষ সে স্রোতের পক্ষে থাকতে চাই, স্রোতকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার কারিগর হতে চাই। আজকের এই দিনে আমরা সকলে এ অঙ্গিকার করি।
এসময় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম রিজাউল ইসলাম, সহ-সভাপতি মৃধা ফারুকুল ইসলাম, বাবুল হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক নাজমুল মোল্যা,মো: ওমর ফারুক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আল মামুন, ত্রাণ বিষয়ক সম্পাদক লাভলু গোলদার, মোংলা উপজেলা শাখার উপদেষ্টা অজিয়ার সরদার, অসীম কুমার হালদার, সভাপতি মোসাল্লী মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি ফকির শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মারুফ বাবু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহাসিন ফকির, শিশু ও নারী বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার, সহ-শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোসা: লিপি বেগম, পৌর সভাপতি ফয়সাল জেলানী উপস্থিত ছিলেন।
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ 





































