বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে বুদ্ধিজীবী দিবস পালন

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় দামেরখন্ড বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ এবং শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
উপজেলা প্রশাসন’র আয়োজনে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী’র নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরআগে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে অন্যানের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়া আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দিবসটির চেতনা ধরে রেখে আগামী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য ছড়িয়ে দিতে এবং অপতৎপরতা রুখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

মোংলায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশের সময় : ০৩:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় দামেরখন্ড বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ এবং শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
উপজেলা প্রশাসন’র আয়োজনে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী’র নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরআগে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে অন্যানের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়া আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দিবসটির চেতনা ধরে রেখে আগামী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য ছড়িয়ে দিতে এবং অপতৎপরতা রুখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।