
যশোর অফিস
যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যশোর পৌরসভার উদ্যোগে সোমবার সকাল থেকে দড়াটানা, মুজিব সড়ক ও আরএন রোডের নতুন বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।
অভিযানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা অপসারণ করা হয়। পৌরসভা জানায়, ফুটপাত দখলের কারণে জনভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অবৈধ দখল রোধে এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
যশোর অফিস 







































