মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দুর্ধর্ষ চুরি, ১৬ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা খোয়া

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৫

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোর শহরের বকচর এল মার্কেট এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চোরেরা ঘরের সিলিং খুলে আলমারি ভেঙে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।
ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী তাসলিমা খাতুন কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারে জানান, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বাসায় কেউ ছিলেন না। এ সময় অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়ির ভেতরে ঢুকে সিলিং খুলে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে পাঁচটি সোনার চেইন, সাতটি আংটি, তিন জোড়া সোনার বালা, একটি সিঙ্গেল সোনার বালা ও পাঁচ জোড়া কানের দুল। এসবের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তাসলিমা খাতুন জানান, রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারির কাছে গিয়ে স্বর্ণালংকার ও টাকা না পেয়ে আশপাশের লোকজনকে জানান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ১৫ ডিসেম্বর থানায় মামলা করা হলে পুলিশ তা রেকর্ড করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, বকচর এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জনপ্রিয়

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানা‌লো ৭ দেশ

যশোরে দুর্ধর্ষ চুরি, ১৬ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা খোয়া

প্রকাশের সময় : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
যশোর অফিস 
যশোর শহরের বকচর এল মার্কেট এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চোরেরা ঘরের সিলিং খুলে আলমারি ভেঙে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।
ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী তাসলিমা খাতুন কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারে জানান, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বাসায় কেউ ছিলেন না। এ সময় অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়ির ভেতরে ঢুকে সিলিং খুলে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে পাঁচটি সোনার চেইন, সাতটি আংটি, তিন জোড়া সোনার বালা, একটি সিঙ্গেল সোনার বালা ও পাঁচ জোড়া কানের দুল। এসবের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তাসলিমা খাতুন জানান, রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারির কাছে গিয়ে স্বর্ণালংকার ও টাকা না পেয়ে আশপাশের লোকজনকে জানান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ১৫ ডিসেম্বর থানায় মামলা করা হলে পুলিশ তা রেকর্ড করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, বকচর এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।