
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন,জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিচার বিভাগ বাগেরহাট,বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,বাগেরহাট জেলা বিএনপি সহ সরকারী,আধা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, বাগেরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বাগেরহাট জেলা ষ্টেডিয়ামে জেলা পুলিশ, আনসার,বি এন সি সি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ এ অংশ নেয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে।
জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী কুচকাওয়াজ এ সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 






































