
যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে এক্সরে রুমের সামনে থেকে একটি বার্মিজ চাকুসহ মইনউদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৭ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তাকে আটক করা হয়। আটক মইনউদ্দিন ঝুমঝুমপুর কাঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মইনউদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পুলিশ সদস্যরা এক্সরে রুমের সামনে তাকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বিষয়টি কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।
যশোর প্রতিনিধি 






































