
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব প্রোগ্রাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিড প্রকল্পের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডিয়া জেনারেশন, উদ্দোক্তা তৈরি ও বিজনেস স্টার্টআপ গঠনে একটি ইনোভেশন হাব তৈরির ঘোষণা দেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সিএসই বিভাগের প্রভাষক মো. জাহিদুর রহমান এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আইসিটি ডিভিশনের উদ্দ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বড় একটি ইনোভেশন হাব স্থাপন করা হবে। এই হাবটি হবে চিন্তার জায়গা, যেখানে শিক্ষার্থীরা আইডিয়া তৈরী করবে এবং শিক্ষার্থীদের জন্য ইউ. এস. পি. প্রোগ্রাম থাকবে। সবার এক একটি আইডিয়াকে আমরা বাজারে ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারবো। এছাড়াও আমরা টিচারদের জন্য একটি বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করবো যাতে প্রজেক্ট শেষ হয়ে গেলেও শিক্ষকরা পরবর্তীতে তোমাদের গাইড করতে পারে।’
তিনি আরো বলেন, ‘তোমরা সি এস সি সোসাইটি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বড় একটা প্রোগ্রাম করবে। ফলে ইনোভেশন সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে।’
কুবি প্রতিনিধি 






































