
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরের সিএনজি চুরির অভিযোগে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করতে আসা র্যাব-৯ এর সাদা পোশাকের একটি দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাবের-৩ সদস্য আহত হয়েছেন।
এসময় র্যাবের একটি পিস্তল খোয়া যায়। খবর পেয়ে রাজনগর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ও সিলেট র্যাব থেকে অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এলাকার মাইকে ঘোষণা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রটি উদ্ধার হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতের বেলায় রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল বাঁধ এলাকায়।
এব্যাপারে একটি মামলা হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বাঁধ এলাকার রাজাপুর গ্রামের গেন্দু মিয়ার গ্যারেজ থেকে গত মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রাতে বড়দল গ্রামের লোপা বেগম একটি সিএনজি (নং মৌলভীবাজার-থ-১৩-৩৩৫৬) ও হলদিগুল গ্রামের জাহেরা বেগমের একটি সিএনজিসহ (নং-মৌলভীবাজার-থ-১৩-১৭৯৮) দুটি সিএনজি চুরি হয়। লোপা বেগমের সিএনজিতে জিপিএস লাগানো থাকায় গত বুধবার সিলেটের গোয়াইনঘাট এলাকার নোয়াখাল এলাকা থেকে সিএনজি টি চালিয়ে নিয়ে যাওয়া অবস্থায় গোয়াইনঘাটের লাফনাউট এলাকার কানিনওয়াকেল গ্রামের শফিকুর রহমানের ছেলে আতিকুর রহমানকে (২৪) কে আটক করে নিয়ে আসে।
এদিকে আতিকুরের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় অপহরনের জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে সিলেট র্যাবের এসআই রনির নেতৃত্বে সাদা পোষাকের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় আতিকুর রহমানকে উদ্ধারে রাজনগরের উত্তরভাগ এলাকায় আসে। স্থানীয় লোকজন তাদের সন্দেহ করে ধাওয়া দেন। র্যাব সদস্যরা তাদের পরিচয়পত্র ও দেখান। কিন্তু স্থানীয় লোকজন সন্দেহের বশবরতী হয়ে তাদের ওপর চড়াও হয়। এসময় র্যাবের সদস্য লেন্স কর্পোরাল আবুল কাশেম ও আশরাফুল ইসলাম আহত হন। গুরুতর আহত সদস্যদের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সময় লেন্স কর্পোরাল আবুল কাশেমের পিস্তল খোয়া যায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সিলেট থেকে র্যাবের অতিরিক্ত টীমও আসে। মৌলভীবাজারের অতিরিক্তি পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুাপার (সদর সার্কেল) আবুল খায়ের ঘটনাস্থলে যান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে রাত সাড়ে ১১টার সময় র্যাবের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার হয়।
এদিকে সিএনজি রাজনগর বড়দল গ্রামের লোপা বেগম বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। এতে আটক আতিকুর রহমান ও অপর আরেকজনকে আসামী করে মামলা করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের অতিরিক্তি পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র্যাবের একটি দল সেখানে তথ্য সংগ্রহে গেলে স্থানীয় লোকজন ভুয়া পুলিশ ভেবে হয়তো চড়াও হয়েছিল। আমাদের তিনজন সদস্য সামান্য আহত হয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সিএনজি চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আতিকুর নামে একজনকে আটক করেছে। র্যাবের ওপর হামলার ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা করবে বলে জানান তিনি।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 







































