
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ০২ (কুলাউড়া) আসনে বিএনপি’র চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২২শে ডিসেম্বর সোমবার বিকেল ৫টায় মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাম্মনবাজার থেকে ওই আনন্দ র্যালী বের হয়ে বরমচাল, ভুকশিমইল ও জয়চন্ডী ইউনিয়নের প্রধান সড়ক (প্রায় ২৫ কিলোমিটার) প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টায় শহরের ডাকবাংলো মাঠে শেষ হয়।
র্যালীর শুরুর প্রাক্কালে এডভোকেট আবেদ রাজা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে হত্যা করে তারেক রহমানের দেশে আগমন ঠেকানো যাবে না। সারাদেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে ভেসে যাবে সমস্ত ষড়যন্ত্রকারীরা।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দলনেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, হাজী আপ্তাব মিয়া, শেখ শহীদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 







































