বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী তালিকায় বড় রদবদল

ছবি-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলীয় কৌশল ও জোটগত সমঝোতার অংশ হিসেবে কোথাও যুগপৎ আন্দোলনের শরিক দলকে ছাড় দিয়েছে, আবার কোথাও প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পরিবর্তে নতুন মুখকে চূড়ান্ত করেছে দলটি।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১২ আসনটি জোটগত সমঝোতার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এর আগে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে জোটের প্রার্থী হিসেবে ঘোষিত জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের শারীরিক অসুস্থতার কারণে গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

চট্টগ্রাম অঞ্চলেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। চট্টগ্রাম-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ফাঁকা থাকা চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী নিশ্চিত হয়। অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে।

যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী বদল করেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার টি এস আইয়ূবের জায়গায় দলটির অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রথমে দলীয় মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পরিবর্তে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী করা হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে দলটি।

এদিকে চূড়ান্ত মনোনয়নে নিজের নাম না থাকায় মনোনয়নবঞ্চিত এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান বাচ্চু। এমন খবরে  মনোনয়নবঞ্চিত এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমানের সমর্থকরা রেললাইন ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেছেন। মিছিল চলাকালে কয়েকটি স্থানে আগুন ধরিয়ে প্রতিবাদ জানানো হয়। এতে পৌর শহরের ভেতর ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সাধারণ জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্র জানায়, আগামীকাল ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সে কারণে গতকাল একাধিক আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

বিএনপির প্রার্থী তালিকায় বড় রদবদল

প্রকাশের সময় : ১১:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলীয় কৌশল ও জোটগত সমঝোতার অংশ হিসেবে কোথাও যুগপৎ আন্দোলনের শরিক দলকে ছাড় দিয়েছে, আবার কোথাও প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পরিবর্তে নতুন মুখকে চূড়ান্ত করেছে দলটি।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১২ আসনটি জোটগত সমঝোতার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এর আগে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে জোটের প্রার্থী হিসেবে ঘোষিত জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের শারীরিক অসুস্থতার কারণে গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

চট্টগ্রাম অঞ্চলেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। চট্টগ্রাম-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ফাঁকা থাকা চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী নিশ্চিত হয়। অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে।

যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী বদল করেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার টি এস আইয়ূবের জায়গায় দলটির অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রথমে দলীয় মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পরিবর্তে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী করা হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে দলটি।

এদিকে চূড়ান্ত মনোনয়নে নিজের নাম না থাকায় মনোনয়নবঞ্চিত এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান বাচ্চু। এমন খবরে  মনোনয়নবঞ্চিত এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমানের সমর্থকরা রেললাইন ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেছেন। মিছিল চলাকালে কয়েকটি স্থানে আগুন ধরিয়ে প্রতিবাদ জানানো হয়। এতে পৌর শহরের ভেতর ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সাধারণ জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্র জানায়, আগামীকাল ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সে কারণে গতকাল একাধিক আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।