মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭

যশোর অফিস 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে না। আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে। সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার পরিকল্পনা কিংবা ভাবনা একমাত্র তাঁর মধ্যেই রয়েছে।

রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে। বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে তা বাস্তবায়ন করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বিএনপির নেই, সেটি জনগণ ভালোভাবে জানে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। রাষ্ট্র এবং সমাজে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে বিএনপি সেই রাজনীতি করে। যে কারণে বিগত ফ্যাসিস্ট আমলে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই দলের নেতাকর্মীরা প্রতিশোধমূলক কিছু করেনি। বরং তারা ভিন্ন মত ও পথের মানুষকে সুরক্ষা দিয়েছে।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সহ-সভাপতি মীর নূর ইমাম প্রমুখ।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

যশোরে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

প্রকাশের সময় : ০৯:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

যশোর অফিস 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে না। আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে। সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার পরিকল্পনা কিংবা ভাবনা একমাত্র তাঁর মধ্যেই রয়েছে।

রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে। বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে তা বাস্তবায়ন করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বিএনপির নেই, সেটি জনগণ ভালোভাবে জানে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। রাষ্ট্র এবং সমাজে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে বিএনপি সেই রাজনীতি করে। যে কারণে বিগত ফ্যাসিস্ট আমলে সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই দলের নেতাকর্মীরা প্রতিশোধমূলক কিছু করেনি। বরং তারা ভিন্ন মত ও পথের মানুষকে সুরক্ষা দিয়েছে।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সহ-সভাপতি মীর নূর ইমাম প্রমুখ।