বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আশরাফুল আলম ১৯৯০–এর দশকের শেষ ভাগ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচ মেয়াদে নির্বাচিত ছিলেন।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

সিরাজগঞ্জে আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আশরাফুল আলম ১৯৯০–এর দশকের শেষ ভাগ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচ মেয়াদে নির্বাচিত ছিলেন।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।