
মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙ্গামাটি পার্বত্য জেলার দ্বিতীয় প্রাণকেন্দ্র বাঙ্গালহালিয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী রাখাল স্টোরের স্বত্ত্বাধিকারী প্রয়াত বাটল সেনের মৃত্যুতে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি ও সকল ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে ৩১ শে ডিসেম্বর রোজ বুধবার বাজারের স্তরে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাজার পরিচালনা কমিটর অর্থ সম্পাদক প্রিয়লাল দওের সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়ার সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান (বাজার চৌধুরী)থোয়াইসুই খই মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে,বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি সাবেক সভাপতি মোঃ শামশুল আলম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, কার্য নির্বাহী সদস্য মোঃ আয়ুব চৌধুরী,শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীমন্দিরের সভাপতি বিশ্বনাথ চৌধুরী,বিমল দেব,জেবুল হোসেন (বাচা),রিটন দত্ত,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি পুলক চৌধুরী,রাজস্থলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ,আজকের রাঙ্গুনিয়া নিউজের সম্পাদক মোঃ ইদ্রিস,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্য গন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা অশ্রুসিক্ত নয়নে, বাটল সেনের সৃতিচারণ গুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী,২ ছেলে,১মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার দুই ছেলে সুমন সেন ও শুকু সেন বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। তারা জানান, গতো ১৪ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম ক্যান্সার হসপিটালে আমাদের বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আমরা গতো ২৯ শে ডিসেম্বর সোমবার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।আজ বুধবার ৩১ শে ডিসেম্বর আরেকটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বাবার মৃত্যুর অনুষ্ঠানটির সম্পন্ন করছি। এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত সকলের কাছে।
আজকে উপস্থিত সকলের একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি) 

























