
যশোর অফিস
যশোরে বিপুল পেয়াদা (৩৭) নামে সৌদি রিয়াল প্রতারকচক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক বিপুল পেয়াদা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের ইউনুস পেয়াদার ছেলে। যশোরের নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া হোসেনের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বিপুল পেঁয়াদককে আটক করা হয়। এই ঘটনায় বিপুল পেয়াদা ও তার দুই সহযোগের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
অপর দুই সহযোগী হল, মুকসুদপুর উপজেলার একই গ্রামের মৃত আফতাব ফকিরের ছেলে ওবায়দুল ফকির (৩৬) এবং মুকসুদপুর উপজেলার তুলসীরামপুর গ্রামের জুয়েল মিয়া ওরফে সুমন (২২), যশোরের বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাকারিয়া হোসাইন (৩৪) জানিয়েছেন,তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। চলতি বছরের ১০ মে অজ্ঞাত তিন ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তারা তাকে জানায় তিনি সৌদিআরবে যাবেন কি না! তিনি সরল বিশ্বাসে সৌদি আরবে যেতে ইচ্ছুক। তখন ঐ তিন ব্যক্তি প্রস্তাব দেয় যে-তাদের কাছে সৌদি রিয়াল আছে। কম মূল্যে তাকে দিয়ে দিতে পারবে। ১২০০ সৌদি রিয়ালের পরিবর্তে তারা পাঁচ লাখ টাকা দাবি করে। এতে লাভ বিধায় তাদের প্রস্তাবে তিনি রাজি হন। ১২ মে তারা মোবাইল ফোনে কল দিয়ে শহরের খালদার রোডে যেতে বলে। তিনি সকালে সেখানে গেলে তাকে সৌদি রিয়াল দেখায়। বলা হয় নগদ পাঁচ লাখ টাকা দিলে তিনি ১০ হাজার রিয়েল পাবেন। তখন তাদের কথায় বিশ্বাস করে তিনি ব্যাংক থেকে নগদ ৫ লাখ টাকা উঠান। এবং আসামি ওবায়দুল ফকির ও সুমনকে সাথে নিয়ে একটি রিকশায় করে যশোর বিসিএমসি কলেজের সামনে যান। সেখানে যাওয়া মাত্রই আসামিরা তার হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় এবং নগদ পাঁচ লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। পরবর্তীতে যিনি দেখেন ওই ব্যাগের মধ্যে কোন টাকা নেই কাগজপত্র রয়েছে।
এই ঘটনা পর থেকে তিনি ওই তিনজনকে খুঁজতে থাকেন।
গত ৩০ ডিসেম্বর বেলা ১১ টার দিকে যশোরের খালধার রোডস্থ আখপট্টি রোডের একটি চায়ের দোকানের সামনে আসামি বিপুল যাকে দেখতে পান। সে সময় তিনি সেখানে গিয়ে চিৎকার করে লোকজন জড়ো করে তাকে আটক করেন। পরে পুলিশের সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিপুল পেয়াদাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বিপুল ৫ লাখ টাকা নেয়ার কথা স্বীকার করে এবং পলাতক দুই সহযোগীর নাম পরিচয় জানায়। এই ঘটনায় জাকারিয়া হোসেন কোতোয়ালী থানায় মামলা করেছেন।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, আটক বিপুল পেয়াদাকে ৩১ ডিসেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর অফিস 

























