
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেনাপোল বর্ডার বাজার কমিটি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিকেলে বেনাপোল চেকপোস্টে এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি,বেনাপোল পৌর বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সেক্টর, বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, বেনাপোল পৌর বিএনপি নেতা সাংবাদিক মিলন হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলমগীর হোসেন।। 







































