রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-৫ ও ৬ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২১
যশোর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি আসন যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর)এ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে শনিবার সর্বশেষ যশোর-৫ ও যশোর-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যশোর-৫ (মণিরামপুর)
এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. শহীদ ইকবাল হোসেন,
জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, বিএনপি সমর্থিত জোটের প্রার্থী রশীদ আহমাদ (ধানের শীষ)এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জয়নাল আবেদীন।
অন্যদিকে শতকরা একভাগ ভোটারের সমর্থনপত্র দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী মো.কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ফরম পূরণ অসম্পূর্ণ ও সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিমের মনোনয়ন বাতিল করা হয়।
যশোর-৬ (কেশবপুর)
এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বৈধ ও দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত আবুল হোসেন আজাদ,জামায়াতে ইসলামীর মো. মুক্তার আলীএবং এবি পার্টির মাহমুদ হাসান।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জিএম হাসানের মনোনয়নপত্রে ফরমের ২০ ও ২১ নম্বর অংশ ফাঁকা থাকায় এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর ও জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শহিদুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যান্য আসনের তথ্য জেলা রিটার্নিং অফিসার জানান,যশোরের ছয়টি সংসদীয় আসনের সবকটির মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা), যশোর-৩ (সদর) ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও সদরের একটি ইউনিয়ন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়।
এসব আসনে যশোর-১ ও যশোর-২ আসনে সাতজন এবং যশোর-৩ ও যশোর-৪ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) যশোরের ছয়টি আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
জনপ্রিয়

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

যশোর-৫ ও ৬ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
যশোর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি আসন যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর)এ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে শনিবার সর্বশেষ যশোর-৫ ও যশোর-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যশোর-৫ (মণিরামপুর)
এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. শহীদ ইকবাল হোসেন,
জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, বিএনপি সমর্থিত জোটের প্রার্থী রশীদ আহমাদ (ধানের শীষ)এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জয়নাল আবেদীন।
অন্যদিকে শতকরা একভাগ ভোটারের সমর্থনপত্র দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী মো.কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ফরম পূরণ অসম্পূর্ণ ও সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিমের মনোনয়ন বাতিল করা হয়।
যশোর-৬ (কেশবপুর)
এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বৈধ ও দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত আবুল হোসেন আজাদ,জামায়াতে ইসলামীর মো. মুক্তার আলীএবং এবি পার্টির মাহমুদ হাসান।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জিএম হাসানের মনোনয়নপত্রে ফরমের ২০ ও ২১ নম্বর অংশ ফাঁকা থাকায় এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর ও জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শহিদুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যান্য আসনের তথ্য জেলা রিটার্নিং অফিসার জানান,যশোরের ছয়টি সংসদীয় আসনের সবকটির মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা), যশোর-৩ (সদর) ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও সদরের একটি ইউনিয়ন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়।
এসব আসনে যশোর-১ ও যশোর-২ আসনে সাতজন এবং যশোর-৩ ও যশোর-৪ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) যশোরের ছয়টি আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।