
যশোর অফিস
যশোরের মণিরামপুর বিজয়রামপুরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে মিম (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিম বিজয়রামপুর গ্রামের রেজওয়ানের স্ত্রী। তিনি ওই এলাকার একটি বসতবাড়িতে স্বামীর সঙ্গে বসবাস করতেন।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে মিম তার শয়নকক্ষে ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। ঘটনার সময় তার স্বামী দোকানে ছিলেন। পরে তিনি বাড়িতে ফিরে শয়নকক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান,বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।
যশোর অফিস 







































