
যশোর অফিস
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যশোর পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রার্থনা সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশ নেন।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রুজীৎ কুমার মিত্র, যশোর সদর পৌর আহ্বায়ক অশোক সরকার, সদস্য সচিব উজ্জ্বল, সদস্য বুলু, জীবন অধিকারী, সদর উপজেলা আহ্বায়ক রতন দাস,সদস্য সচিব পলাশ দত্ত, সদস্য সঞ্জীব বিশ্বাস, গৌর সাহা, প্রাণ ভদ্র, জয় সানা, সচীন দাস, বিষ্ণু সেন, তপন দাস, গণেশ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থনা অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
যশোর অফিস 







































