
যশোর শহরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৫৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে (৩ ডিসেম্বর) শংকরপুর ইসহাক সড়কে।
নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।
নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শনিবার সন্ধ্যার পর আলমগীর একটি মোটরসাইকেলে চড়ে বটতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তিনি হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে। সংবাদ পেয়ে তিনি সদর হাসপাতালে এসে তার ভাইয়ের মরদেহ দেখতে পান।
যশোরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক জানান, নিহতের মাথার দুপাশে দুটি গুলির চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক জানিয়েছেন, তারা জেনেছেন শংকরপুর ইসহক সড়কে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। তার কপালে ও মাথায় দুটি গুলি লেগেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানার এবং আসামি আটকের চেষ্টা করছে। এলাকাবাসী জানিয়েছেন, আলমগীর হোসেন অনেক আগে থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এদিকে, আলমগীর হোসেনের হত্যার খবরে পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
যশোর অফিস।। 






































