
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশ নারী কল্যান সমিতি’র আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার(৩রা জানুয়ারি) দুপুর ২টায় শ্রীমঙ্গল থানার কম্পাউন্ডে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলার আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুনাক এর সভানেত্রী মিসেস সায়মা আক্তার,(পুনাক)সহ মৌলভীবাজার জেলার পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুনাক এর সভানেত্রী মিসেস সায়মা আক্তার , বলেন আমরা অসহায় ছিন্নমূল মানুষজনের মাঝে হাড়কাঁপানো শীতে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছর শীতের সময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে থাকি জেলার বিভিন্ন থানা এলাকায়। এছাড়াও তিনি বলেন মৌলভীবাজার জেলা পুলিশ এবং পুনাকের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল)বিতরন অব্যাহত থাকবে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 




































