বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন

ছবি-সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে তিনি রংপুরে যাবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি নাগাদ তারেক রহমান সিলেট সফরেও যেতে পারেন।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসবেন বলে জেনেছি। ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।

এছাড়া ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

তারেক রহমান ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন

প্রকাশের সময় : ১২:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে তিনি রংপুরে যাবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি নাগাদ তারেক রহমান সিলেট সফরেও যেতে পারেন।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসবেন বলে জেনেছি। ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।

এছাড়া ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।