সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, টেস্টেও নিয়মিত খেলতে চান মোস্তাফিজ

মামুন বাবু #

শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, টেস্টেও নিয়মিত হতে চান মোস্তাফিজুর রহমান। টেস্টে নিজের কার্যকারিতা প্রমাণে কাজও করে যাচ্ছেন। বিশেষ করে ইনসুইং নিয়ে বেশি কাজ করছেন ২৫ বছর বয়সী পেসার।

লক্ষ্যও সুনির্দিষ্ট মোস্তাফিজের। রবিবার মিরপুরে অনুশীলনের ফাঁকে বাঁহাতি পেসার বলছিলেন, ‘আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। চেষ্টা করছি, কি কি কাজ করলে ফিটনেস বলেন বা বোলিং স্কিল, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটের জন্য নিয়মিত হতে পারি সেগুলো করতে।’

সাদা বলে মোস্তাফিজুর রহমান যতটা কার্যকর, লাল বলে ততটাই বিবর্ণ। পরিসংখ্যানই বলে দেয় তা। ৫৮ ওয়ানডেতে মোস্তাফিজের উইকেট ১০৯, টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচে ৫৮। সেখানে ১৩ টেস্টে ২১ ইনিংসে তার উইকেট সংখ্যা মাত্র ২৮টি।

টেস্টে তাই মোস্তাফিজকে একাদশের বাইরে রাখতেও দ্বিধা করে না টিম ম্যানেজমেন্ট। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সাদা পোশাকে খেলা হয়নি তার। তবে শ্রীলঙ্কা সফরের স্কিল ক্যাম্পে রয়েছেন মোস্তাফিজ।

শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে গেলে মোস্তাফিজ ‍চূড়ান্ত দলে থাকবেন কিনা সেটি সময়ই বলবে। তবে মোস্তাফিজ নিজের ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছেন।

মার্চে জিম্বাবুয়ে সিরিজের আগে রাসেল ডমিঙ্গো বলেছিলেন, মোস্তাফিজ এখনো টেস্টের জন্য প্রস্তুত নয়। মোস্তাফিজকে বল ভেতরে আনার বিষয়ে কাজ করতে হবে বলেও জানিয়েছিলেন।

মোস্তাফিজ এই বল ভেতরে আনা বা ইনসুইং নিয়ে কাজ করে যাচ্ছেন, ‘এখনো কাজ করছি। বেশ ভালো যাচ্ছে। আরো কাজ করা লাগবে। আরো কাজ করতে পারলে (বল) ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আসবে।’তিন টেস্টের সিরিজ খেলতে এ মাসের শেষেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। তবে সিরিজটি আপাতত ঝুলে আছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান, আ লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, টেস্টেও নিয়মিত খেলতে চান মোস্তাফিজ

প্রকাশের সময় : ১০:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

মামুন বাবু #

শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, টেস্টেও নিয়মিত হতে চান মোস্তাফিজুর রহমান। টেস্টে নিজের কার্যকারিতা প্রমাণে কাজও করে যাচ্ছেন। বিশেষ করে ইনসুইং নিয়ে বেশি কাজ করছেন ২৫ বছর বয়সী পেসার।

লক্ষ্যও সুনির্দিষ্ট মোস্তাফিজের। রবিবার মিরপুরে অনুশীলনের ফাঁকে বাঁহাতি পেসার বলছিলেন, ‘আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। চেষ্টা করছি, কি কি কাজ করলে ফিটনেস বলেন বা বোলিং স্কিল, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটের জন্য নিয়মিত হতে পারি সেগুলো করতে।’

সাদা বলে মোস্তাফিজুর রহমান যতটা কার্যকর, লাল বলে ততটাই বিবর্ণ। পরিসংখ্যানই বলে দেয় তা। ৫৮ ওয়ানডেতে মোস্তাফিজের উইকেট ১০৯, টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচে ৫৮। সেখানে ১৩ টেস্টে ২১ ইনিংসে তার উইকেট সংখ্যা মাত্র ২৮টি।

টেস্টে তাই মোস্তাফিজকে একাদশের বাইরে রাখতেও দ্বিধা করে না টিম ম্যানেজমেন্ট। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সাদা পোশাকে খেলা হয়নি তার। তবে শ্রীলঙ্কা সফরের স্কিল ক্যাম্পে রয়েছেন মোস্তাফিজ।

শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে গেলে মোস্তাফিজ ‍চূড়ান্ত দলে থাকবেন কিনা সেটি সময়ই বলবে। তবে মোস্তাফিজ নিজের ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছেন।

মার্চে জিম্বাবুয়ে সিরিজের আগে রাসেল ডমিঙ্গো বলেছিলেন, মোস্তাফিজ এখনো টেস্টের জন্য প্রস্তুত নয়। মোস্তাফিজকে বল ভেতরে আনার বিষয়ে কাজ করতে হবে বলেও জানিয়েছিলেন।

মোস্তাফিজ এই বল ভেতরে আনা বা ইনসুইং নিয়ে কাজ করে যাচ্ছেন, ‘এখনো কাজ করছি। বেশ ভালো যাচ্ছে। আরো কাজ করা লাগবে। আরো কাজ করতে পারলে (বল) ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আসবে।’তিন টেস্টের সিরিজ খেলতে এ মাসের শেষেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। তবে সিরিজটি আপাতত ঝুলে আছে।