
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির তিন নেতা সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহজাদপুর পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় নবীন বরণ পরিবহনের কাউন্টারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর রাতভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যান চলাচল নিশ্চিত করতে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবহন রুট পরিচালনা ও মোটর মালিক সমিতির বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি একটি নতুন রুটে গাড়ি চালু করা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন শাহজাদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, একই ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাদ্দাম হোসেন, পৌর যুবদলের সদস্য মো. মিঠুন ও মো. মোয়াল্লেম।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রেক্ষিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































