
প্রেস রিলিজ
১৬ জানুয়ারী, হেযবুত তওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান
পন্নীর ১৪তম ওফাত দিবস। ২০১২ সালের এই দিনে হাজার হাজার ভক্ত অনুসারীকে শোকের সাগরে
ভাসিয়ে প্রত্যক্ষ দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন উপমহাদেশের ঐতিহ্যবাহী জমিদার পন্নী
পরিবারের এই উত্তরসূরী।
দিনটিকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তার প্রতিষ্ঠিত অরাজনৈতিক আন্দোলন
হেযবুত তওহীদ। এ উপলক্ষে উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া
মাহফিলের আয়োজন করা হয়। এসময় মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা
করেন হেযবুত তওহীদের বর্তমান শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আলোচনা শেষে
মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর মধ্যে তবারবক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত বায়াজীদ খান পন্নীর মেয়ে রুফায়দাহ পন্নী।
এদিকে টাঙ্গাইলের গোড়াইয়ে পন্নী পরিবারের মাজার তথা পারিবারিক কবরস্থানেও আলোচনা সভা,
দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন হেযবুত তওহীদের
প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। তাকে স্মরণ করে এসময় বক্তব্য রাখেন হেযবুত
তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত বায়াজীদ খান
পন্নীর স্ত্রী খাদিজা খাতুন, জ্যেষ্ঠ কন্যা উম্মুত তিজান মাখদুমা পন্নী, উমর খান পন্নী সহ
পরিবারের অন্য সদস্যরা। দোয়া পরিচালনা করেন আলেমে দ্বীন হাফেজ মো. আব্দুল মজিদ। দোয়া
শেষে স্থানীয় জনসাধারণের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদী জামে মসজিদে জুমার নামাজের পর দিনটি উপলক্ষে আলোচনা
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান প্রয়াত
বায়াজীদ খান পন্নীর জীবনী ও শিক্ষার উপর আলোচনা করেন। পরে দরুদ পাঠ ও দোয়া শেষে
মুসল্লিদের মাঝে তবারক বিতরণ এবং দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
একই দিনে মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার ভেড়ামারা, বরিশাল, শরীয়তপুর, রংপুর, খুলনা সহ দেশের
বিভিন্ন জেলায় হেযবুত তওহীদের সদস্যরা সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতাকে গভীর শ্রদ্ধার সাথে
স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়াজীদ খান পন্নী ছিলেন একজন আপসহীন মানুষ। যার সারাজীবনের
সংগ্রাম ও সাধনার উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে
তিনি তার জীবনের সকল অর্জিত সম্পদ ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ আল্লাহর রাস্তায়
উইল করে দিয়ে যান। হেযবুত তওহীদ তার দেখানো আদর্শ অনুসরণ করে ইসলামের প্রকৃত শিক্ষা
মানুষের মধ্যে প্রচারণার জন্য সংগ্রাম করে যাচ্ছে।
প্রেস রিলিজ 







































