
যশোর প্রতিনিধি
অজ্ঞাতনামা ফেসবুক আইডির মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)। তিনি যশোর সদর উপজেলার বড় বালিয়াডাংগা এলাকার রফিকুল ইসলাম বাবলুর ছেলে।
যশোর ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়,ঘটনায় ভুক্তভোগীর ভাই সেলিম (৩৫) যশোর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, তিন মাস আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বোনের সঙ্গে পরিচিত হয়। কথাবার্তার একপর্যায়ে কৌশলে ওই ব্যক্তি তার বোনের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে।
পরবর্তীতে ওই অজ্ঞাতনামা ব্যক্তি ভুক্তভোগীর বোন ও তার ১৩ বছর বয়সী কন্যার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। এসময় সে এক লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যশোরের পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে রহস্য উদ্ঘাটনের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শিবু মণ্ডল ও এএসআই গৌরাঙ্গ মণ্ডলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে গত ১৮ জানুয়ারি শহরের শংকরপুর ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে সাজ্জাদুল ইসলাম বন্ধনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অপপো মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে ডিবি পুলিশের পক্ষ থেকে।
যশোর প্রতিনিধি 










































