বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ বেলকুচিতে ইসলামী আন্দোলনের ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেলে বেলকুচি উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা সংগঠনের সমর্থক ফরম পূরণ করেন।
দলীয় সূত্র জানায়, নবযোগদানকারীদের নেতৃত্ব দেন বেলকুচি সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি মো. কামাল মির্জা। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী দলীয় পদ ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যুক্ত হন।
সূত্র অনুযায়ী, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বাস্তবতার প্রেক্ষাপটে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যোগদান অনুষ্ঠানে বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, নায়েবে আমির অধ্যাপক নুরুন-নবী সরকার, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, নবযোগদানকারীরা আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সংগঠনের কার্যক্রমে যুক্ত হবেন।
জনপ্রিয়

সেই অভিজ্ঞতা কখনো ভুলব না

সিরাজগঞ্জ বেলকুচিতে ইসলামী আন্দোলনের ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশের সময় : ০৯:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেলে বেলকুচি উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা সংগঠনের সমর্থক ফরম পূরণ করেন।
দলীয় সূত্র জানায়, নবযোগদানকারীদের নেতৃত্ব দেন বেলকুচি সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি মো. কামাল মির্জা। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী দলীয় পদ ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যুক্ত হন।
সূত্র অনুযায়ী, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বাস্তবতার প্রেক্ষাপটে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যোগদান অনুষ্ঠানে বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, নায়েবে আমির অধ্যাপক নুরুন-নবী সরকার, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, নবযোগদানকারীরা আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সংগঠনের কার্যক্রমে যুক্ত হবেন।