শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২০ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বদলি আদেশ বাতিলের দাবীতে বিক্ষুব্ধ পীরগঞ্জবাসী মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিয়ম বর্হিভুত ভাবে বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা ফুসে উঠেছে।
জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। অল্প কয়েকদিনের মধ্যেই পীরগঞ্জ হাসপাতাল কে পরিষ্কার পরিচ্ছন্ন ও সিজার চালু সহ দালাল মুক্ত করেছিলেন। পীরগঞ্জ এর মানুষ সেবা পাওয়া শুরু করছিলেন। এই অল্প কিছুদিনের মধ্যেই উনি হাসপাতালের চিত্র পাল্টে দিয়েছেন। অনেক গরিব অসহায় মানুষ এই চার মাসে ফ্রি সিজার অপারেশন করাতে পেরেছেন যা গত দশ বছরে অজ্ঞাত কারণে হাসপাতালটির সিজার কার্যক্রম বন্ধ ছিল।  ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১২ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলী করেন।
অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অব্যবস্থাপনার কারিগর ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে এডহক ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে সহকারী সার্জন পদে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে  স্বাস্থ্য অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন।
এসময় মানবন্ধনে গণঅধিকার পরিষদের নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্যরা ডাঃ আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানানো সহ স্বাস্থ্যের ডিজি প্রফেসর ডাঃ আবু জাফরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
জনপ্রিয়

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি

পীরগঞ্জে ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২০ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বদলি আদেশ বাতিলের দাবীতে বিক্ষুব্ধ পীরগঞ্জবাসী মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিয়ম বর্হিভুত ভাবে বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা ফুসে উঠেছে।
জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। অল্প কয়েকদিনের মধ্যেই পীরগঞ্জ হাসপাতাল কে পরিষ্কার পরিচ্ছন্ন ও সিজার চালু সহ দালাল মুক্ত করেছিলেন। পীরগঞ্জ এর মানুষ সেবা পাওয়া শুরু করছিলেন। এই অল্প কিছুদিনের মধ্যেই উনি হাসপাতালের চিত্র পাল্টে দিয়েছেন। অনেক গরিব অসহায় মানুষ এই চার মাসে ফ্রি সিজার অপারেশন করাতে পেরেছেন যা গত দশ বছরে অজ্ঞাত কারণে হাসপাতালটির সিজার কার্যক্রম বন্ধ ছিল।  ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১২ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলী করেন।
অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অব্যবস্থাপনার কারিগর ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে এডহক ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে সহকারী সার্জন পদে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে  স্বাস্থ্য অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন।
এসময় মানবন্ধনে গণঅধিকার পরিষদের নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্যরা ডাঃ আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানানো সহ স্বাস্থ্যের ডিজি প্রফেসর ডাঃ আবু জাফরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।