
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের প্রচারের প্রথম দিনেই মিছিলে মিছিলে ছেয়ে যায় বন্দরনগরী বেনাপোল।
বৃহস্প্তিবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর বিএনপির আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বেনাপোল বাজারে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল বল্ড ফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার,
ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায় এবং দলীয় নেতাকর্মীরা ‘হ্যা’ ভোটসহ ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দেয়।
মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত
ছিল। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।
সমাবেশে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভরত, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, সহ সভাপতি আতিকুজ্জামান সনি, যুগ্ন সাধারন সম্পাদক মেহের উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা মফিজুর রহমান সজন, চেয়ারম্যান হবিবর রহমান হবি, নাসিমুল গনি বল্টু, আহাদ আলী সাবেক পৌর কমিশনার, যুবদলের শার্শা উপজেলা সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, সাধারন সম্পাদক ইমদাদ হোসেন, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 







































