
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা জেলা নায়েবে আমির ও ঢাকা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে, শিশুদের সৎ ও যোগ্য মেধাবী যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। তাহলে দেশে ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ গঠন হবে । আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।
এই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে ধর্মীয় চিন্তা সততা ভিত্তিক গড়ে তুলতে হবে আমাদের। অভিভাবকদের অবশ্যই তার সন্তানকে লেখাপড়ায় মনোযোগী হিসেবে গড়ে তোলার জন্য তার শিক্ষার দিকে নজর দিতে হবে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ভোটারদেরকে ইনসাফ পূর্ণ সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামের মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। গণভোটে সন্ত্রাস জুলুম চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমাদের সবাইকে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে।
তিনি আজ দুপুরে চুনকুটিয়া পিকে রায় স্কুল মাঠ প্রাঙ্গণে ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী তেঘুরিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির মোঃ হানিফ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের ঢাকা জেলা প্রতিনিধি হাজী মোস্তফা কামাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুনকুটিয়ার বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ওয়াকিল ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান
হাফেজ মোহাম্মদ আমিনুল হক জুয়েল ।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার উপদেষ্টা মন্ডলী সহ শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































