
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির নাম বদরুদ্দীন বিশ্বাস (৮৪)। তিনি উপজেলার উত্তর চাদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার উত্তর চাদপুর গ্রামে নিজ বাড়ির সামনে রোদে বসে ছিলেন বদরুদ্দীন বিশ্বাস। এ সময় বালি বোঝাই একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই দিন দুপুর ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।
যশোর অফিস 







































