
যশোর অফিস
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে যশোর-৩ (সদর) সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত নির্বাচনী প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার (আজ) বিকাল সাড়ে ৪টায় যশোর শহরের বড়বাজার এলাকায় হ্যান্ড বিল বিতরণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেন। জাগপার মনোনীত প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত“চশমা” প্রতীকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,জেলা শাখার নেতা সিরাজুল ইসলাম, সুশান্ত সরকার, সৌরভ বিশ্বাস, আমিনুর ইসলাম, রিয়াজ হোসেন, রাজু মোল্লা, হাসসান চৌধুরী, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, মীর হারুন আর রশিদ ও মোহাম্মদ বাবুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
প্রচার পত্র বিতরণকালে নেতাকর্মীরা নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে “চশমা” প্রতীকে ভোট প্রার্থনা করেন।
যশোর অফিস 






































