রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে ধানের শীষকে বিজয়ী করতে প্রচারণায় মাঠে বিএনপি

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি)

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ২য় দিনেই সরগরম হয়ে উঠেছে রাজস্থলী উপজেলা।

শুক্রবার (২৩শে জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে মিছিলটি বাঙ্গালহালিয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে,পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

মিছিলে উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবারে আমাদের ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা

রাজস্থলীতে ধানের শীষকে বিজয়ী করতে প্রচারণায় মাঠে বিএনপি

প্রকাশের সময় : ০৮:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি)

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ২য় দিনেই সরগরম হয়ে উঠেছে রাজস্থলী উপজেলা।

শুক্রবার (২৩শে জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে মিছিলটি বাঙ্গালহালিয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে,পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

মিছিলে উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবারে আমাদের ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।