
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি অস্থায়ী হাত ধোয়ার বেসিন ধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার শালুয়াভিটা হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চাপা পড়ার পর চার শিশুকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান এবং একই গ্রামের সজিব সেখের মেয়ে সুমি। আহত দুই শিশু হলো চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের ছেলে আবির ও সামিদুলের মেয়ে সানজিদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চার শিশু শালুয়াভিটা হাটে স্থাপিত অস্থায়ী বেসিনের ওপর উঠে খেলছিল। এ সময় হঠাৎ বেসিনটি ধসে পড়ে এবং চার শিশু এর নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরের নির্মিত অস্থায়ী স্থাপনাগুলোর নিরাপত্তা বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 






































