সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গ্রাম আদালত সক্রিয়করণে অগ্রগতি, গণসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা চাওয়া

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ১০:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৪
যশোর অফিস
যশোর জেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয়করণ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গ্রাম আদালত বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
যশোর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে যশোর জেলার ৮টি উপজেলার ৯৩টি ইউনিয়নে দরিদ্র ও অসহায় জনগণের বিচারিক সেবা নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ ক্রমেই গ্রাম আদালতের সেবা গ্রহণ করতে শুরু করেছে।
সূত্র জানায়,২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে যশোর জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য ও কয়েকটি উল্লেখযোগ্য মামলা স্টোরি সংশ্লিষ্টদের অবগতির জন্য সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়।
জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

যশোরে গ্রাম আদালত সক্রিয়করণে অগ্রগতি, গণসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা চাওয়া

প্রকাশের সময় : ১০:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
যশোর অফিস
যশোর জেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয়করণ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গ্রাম আদালত বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
যশোর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে যশোর জেলার ৮টি উপজেলার ৯৩টি ইউনিয়নে দরিদ্র ও অসহায় জনগণের বিচারিক সেবা নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষ ক্রমেই গ্রাম আদালতের সেবা গ্রহণ করতে শুরু করেছে।
সূত্র জানায়,২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে যশোর জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য ও কয়েকটি উল্লেখযোগ্য মামলা স্টোরি সংশ্লিষ্টদের অবগতির জন্য সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়।