
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৩(সদর–রাজনগর) আসনের বিএনপি’র মনোনীত সাবেক সংসদ সদস্য ও প্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং দলটি সামনের দরজা দিয়েই রাষ্ট্রক্ষমতায় যাবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি—এবারও জনগণের ভোটেই ক্ষমতায় যাবে।
সোমবার (২৬শে জানুয়ারি) দুপুরের দিকে শহরের কোর্ট রোডে প্রেসক্লাব মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভা ও সদর–রাজনগরের রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহালদশা। নির্বাচিত হলে গ্রামীণ ও শহুরে সড়ক সংস্কারই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। পৌরসভা, ইউনিয়ন ও থানা—সব জায়গায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে; বহু সড়ক ও ফুটপাত জরুরি সংস্কারের অপেক্ষায়। এসব সমস্যার দ্রুত সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে মৌলভীবাজারেই প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা পাওয়া যায়।
রেল যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, সিলেট–মৌলভীবাজার রেলপথে দীর্ঘদিন ধরে টিকিট সংকট রয়েছে। এ সমস্যা নিরসনে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যা মাঝপথে কোথাও থামবে না। এতে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং যাত্রীদের ভোগান্তিতে হ্রাস পাবে।
শমসেরনগর বিমানবন্দর বিষয়ে এম নাসের রহমান বলেন, সিলেট–মৌলভীবাজার অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও দীর্ঘদিন ধরে শমসেরনগর বিমানবন্দরের কার্যক্রম স্থবির। নতুন সরকার এলে বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করে আঞ্চলিক যোগাযোগ ও পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঈমানি দায়িত্ব হলো ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করা। তিনি দাবি করেন, শহর থেকে গ্রাম—সর্বত্র ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার উঠেছে এবং আগামী ১২ই ফেব্রুয়ারি এম নাসের রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এম নাসের রহমান শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 







































