
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
জীবিকার তাগিদে কাতারে কর্মরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (২৫শে জানুয়ারি) কাতারের স্থানীয় সময় বিকাল আনুমানিক ৪টার দিকে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
নিহত প্রবাসী শ্রমিকের নাম লিটন দাস (২৩)। তিনি কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার বাসিন্দা নান্টু দাসের ছেলে।
নিহতের বন্ধু জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের সময় হঠাৎ মাথা ঘুরিয়ে অসাবধানতাবশত চারতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যান লিটন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে ও তা বৃথা হয়ে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লিটনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে সহকর্মী ও নিজ এলাকায়ও শোকের ছায়ায় বিরাজ করছে। প্রবাসে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী গভীরভাবে মর্মাহত। অত্র এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 






































