
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং এসংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব করা হয়েছে।
মুহাম্মদ আয়াজ, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা ২৫, কুড়িগ্রাম-১, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও সিভিল জজ, কুড়িগ্রাম কর্তৃক গত ২৫ জানুয়ারি স্বাক্ষরিত পত্রে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোকাদ্দেছ আলী ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন (কক্ষ নং ৭০১ ও ৭০২) এ উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণ বিধি লংঘন এবং নির্বাচনী বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ সংক্রান্ত একটি সমন অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগান দিচ্ছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 







































