
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সাধুরপাড়া ইউনিয়নে সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল- হুসনা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন সাধুরপাড়া মৌজার আইরমারি পোরাতন দশানী নদীর তীরের সাধুরপাড়া মৌজা ১ নাম্বার খতিয়ানভুক্ত ২২২৪৬ দাগে ৬৬ শতাংশ সরকারি খাস জমিতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ফাউন্ডেশন দিয়ে আরসিসি পিলারের স্থাপনা গড়ে তোলা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করেন।
ভ্রাম্যমাণ অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান সাধুরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মুক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 





































