
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের (বিএনসিপি) মোংলা উপজেলায় ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাগেরহাট জেলা কমিটি। কমিটিতে মোঃ ওবায়দুর শেখ-কে সভাপতি ও শেখ তাইজুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংগঠনের জেলা কমিটির সভাপতি রেজোয়ানুল করিম (রেজা) ও সাধারণ সম্পাদক এম. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি- মো. মামুন শেখ, সহ-সভাপতি- মো. মহিউদ্দিন শেখ, এস এম সাদ্দাম হোসেন ও মো. মোজাহিদ শেখ, সহ-সাধারণ সম্পাদক- মো. মুরাদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. মুজাহিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক- মো. নুরুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক মো. বাদশাহ, প্রচার সম্পাদক- মো. সোহেল খাঁন, সহ-প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক- মো. রাব্বি খান, সহ-দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল শেখ, তথ্য বিষয়ক সম্পাদক- মো. জাহিদুল শেখ, সহ- তথ্য বিষয়ক সম্পাদক মো. পারভেজ, ক্রীড়া সম্পাদক মো. মহসিন হাওলাদার, সহ-ক্রীড়া সম্পাদক মো. আলি ফকির, মিডিয়া বিষয়ক সম্পাদক মো. জিহাদ হাসান জাহিদ, সহ- মিডিয়া বিষয়ক সম্পাদক অপু রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নাজমুস সাকিব নাঈম, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আনিস ফকির, আইন বিষয়ক সম্পাদক মো. আসাদুল মল্লিক, সদস্য মো. শহিদুল ইসলাম জয়, মো. হেদায়েত সরদার, মো. ইমরান মোড়ল, মো. তালুকদার গাজী, মো. মুকুল শেখ ও মো. আবু মুসা সরদার।
নবগঠিত কমিটির নেতারা বলেন, তথ্যপ্রযুক্তির শক্তি, জাতীয়তাবাদের অঙ্গীকার। আজকের বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। আর এ ক্ষেত্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই যুগোপযোগী, সৃজনশীল এবং সত্য প্রচারে অগ্রণী ভূমিকা রাখছে। জাতীয়তাবাদী সাইবার দল (বিএনসিপি) তারেক রহমানের নেতৃত্বে তথ্যের যুদ্ধে সত্য, যুক্তি ও আদর্শ দিয়ে লড়ে যাচ্ছে।
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ 





































