
সাজেদুর রহমান, বিশেষ প্রতিনিধি ## স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
এক শোকবার্তায় উপাচার্য ও উপ-উপাচার্য বলেন, ‘প্রয়াত রাবেয়া খাতুন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য তাঁর অবদান সাহিত্য জগতে চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।’
শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিজস্ব সংবাদদাতা 







































