বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশকে নিয়ে গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় কী বললেন নুসরত?‌

আলেয়া খাতুন বৃষ্টি ## কখনও ধর্মাচরণ নিয়ে, কখনও পোশাক নিয়ে কখনও আবার সিদুঁর পরা— এসবের জন্য সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোলের শিকার হয়েছেন নুসরত। এবার ট্রোল হওয়ার কারণ তাঁর দাম্পত্য আর যশের সঙ্গে সম্পর্ক। নুসরত কিন্তু রয়েছেন আগের মতোই। আবারও স্পষ্ট বুঝিয়ে দিলেন, এসবে কান তিনি দেবেন না।

সোশ্যাল সাইটে লিখলেন, ‘‌এক জন মহিলা, যিনি জানেন, টেবিলে কী খাবার এনেছেন, তিনি কিন্তু একা খেতেও ভয় পান না।’‌ অর্থাৎ তিনি জানেন কী সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তেই স্থির থাকবেন।

গত কয়েক মাস ধরেই স্বামী নিখিল জৈনের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে যশের সঙ্গে তাঁর রাজস্থানে ছুটি কাটতে যাওয়ার ঘটনা। এই নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

অভিনেতা যশ দাশগুপ্ত অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায়ও নুসরতের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। বরং নিজের রাজস্থান ঘোরার ছবি দিয়েছেন। প্রশ্ন, যশ কি তাহলে এখনই সম্পর্কে কথা প্রকাশ করতে চান না!‌

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বার্তাকণ্ঠের সম্পাদক মহসিন মিলনের মায়ের ইন্তেকাল

যশকে নিয়ে গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় কী বললেন নুসরত?‌

প্রকাশের সময় : ০১:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

আলেয়া খাতুন বৃষ্টি ## কখনও ধর্মাচরণ নিয়ে, কখনও পোশাক নিয়ে কখনও আবার সিদুঁর পরা— এসবের জন্য সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোলের শিকার হয়েছেন নুসরত। এবার ট্রোল হওয়ার কারণ তাঁর দাম্পত্য আর যশের সঙ্গে সম্পর্ক। নুসরত কিন্তু রয়েছেন আগের মতোই। আবারও স্পষ্ট বুঝিয়ে দিলেন, এসবে কান তিনি দেবেন না।

সোশ্যাল সাইটে লিখলেন, ‘‌এক জন মহিলা, যিনি জানেন, টেবিলে কী খাবার এনেছেন, তিনি কিন্তু একা খেতেও ভয় পান না।’‌ অর্থাৎ তিনি জানেন কী সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তেই স্থির থাকবেন।

গত কয়েক মাস ধরেই স্বামী নিখিল জৈনের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে যশের সঙ্গে তাঁর রাজস্থানে ছুটি কাটতে যাওয়ার ঘটনা। এই নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

অভিনেতা যশ দাশগুপ্ত অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায়ও নুসরতের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। বরং নিজের রাজস্থান ঘোরার ছবি দিয়েছেন। প্রশ্ন, যশ কি তাহলে এখনই সম্পর্কে কথা প্রকাশ করতে চান না!‌