সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

শহিদ জয়,বিশেষ প্রতিনিধি ## যশোরে প্রথমধাপে নয় হাজার ৬০০ ভায়াল বা ৯৬ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে। বেক্সিমকো কোম্পানির ফ্রিজারভ্যানযোগে আটটি বক্সে করে রোববার (৩১ জানুয়ারি) ভোর সোয়া পাঁচটার দিকে সিভিল সার্জন কার্যালয়ে টিকার চালান এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে আসা ভ্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য তিনিসহ চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

তিনি আরও জানান, জেলায় ১০টি কেন্দ্রে ২৭টি টিম টিকাদানের কাজ করবে। এছাড়া, ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে টিম গঠন করা হয়েছে। এছাড়া দশটি রিজার্ভ টিম রাখা হয়েছে। আগামীকাল থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে। ৬ ফেব্রুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান শুরু করা হবে। এছাড়া টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান, আ লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরে পৌঁছেছে করোনা ভ্যাকসিন

প্রকাশের সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

শহিদ জয়,বিশেষ প্রতিনিধি ## যশোরে প্রথমধাপে নয় হাজার ৬০০ ভায়াল বা ৯৬ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে। বেক্সিমকো কোম্পানির ফ্রিজারভ্যানযোগে আটটি বক্সে করে রোববার (৩১ জানুয়ারি) ভোর সোয়া পাঁচটার দিকে সিভিল সার্জন কার্যালয়ে টিকার চালান এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে আসা ভ্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য তিনিসহ চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

তিনি আরও জানান, জেলায় ১০টি কেন্দ্রে ২৭টি টিম টিকাদানের কাজ করবে। এছাড়া, ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে টিম গঠন করা হয়েছে। এছাড়া দশটি রিজার্ভ টিম রাখা হয়েছে। আগামীকাল থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে। ৬ ফেব্রুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান শুরু করা হবে। এছাড়া টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।