বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহিনী থেকে বডিবিল্ডার: এক ভারতীয় নারীর জীবন বদলানোর গল্প

স্টাফ রিপোর্টার ## ভারতের কিরন ডেম্বলার মস্তিষ্কে যখন জমাট বাধা রক্ত রয়েছে বলে চিকিৎসায় ধরা পড়লো তখন তিনি একজন গৃহিনী।

শারীরিক ওই সমস্যাটি থেকে সেরে উঠলেও এর কারণে দেহের ওজন অনেক বেড়ে যায় তার।

কিরন ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার জীবন যাত্রায় পরিবর্তন আনেন।

বর্তমানে ভারতের হাতে গোনা নারী বডিবিল্ডারদের মধ্যে একজন কিরন, যিনি তারকাদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। যে কোন সফল বডিবিল্ডারের মতো তিনিও গর্বের সঙ্গে দেখাতে পারেন তার তলপেটের পেটানো ‘সিক্স প্যাক’ পেশি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বার্তাকণ্ঠের সম্পাদক মহসিন মিলনের মায়ের ইন্তেকাল

গৃহিনী থেকে বডিবিল্ডার: এক ভারতীয় নারীর জীবন বদলানোর গল্প

প্রকাশের সময় : ১২:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার ## ভারতের কিরন ডেম্বলার মস্তিষ্কে যখন জমাট বাধা রক্ত রয়েছে বলে চিকিৎসায় ধরা পড়লো তখন তিনি একজন গৃহিনী।

শারীরিক ওই সমস্যাটি থেকে সেরে উঠলেও এর কারণে দেহের ওজন অনেক বেড়ে যায় তার।

কিরন ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার জীবন যাত্রায় পরিবর্তন আনেন।

বর্তমানে ভারতের হাতে গোনা নারী বডিবিল্ডারদের মধ্যে একজন কিরন, যিনি তারকাদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। যে কোন সফল বডিবিল্ডারের মতো তিনিও গর্বের সঙ্গে দেখাতে পারেন তার তলপেটের পেটানো ‘সিক্স প্যাক’ পেশি।