
স্টাফ রিপোর্টার ## ঢালিউড প্রিন্সেসখ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। বিভিন্ন ইস্যুতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মাহির ফেসবুকে দেখা গেল নতুন একটি স্ট্যাটাস। যাতে মাহি কথা বলেছেন ‘সম্মান’ নিয়ে। এক শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে দেওয়া মাহির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
শুনেছি পরিবারের সদস্যদের সম্মান নাকি পরিবারের মানুষেরাই রক্ষা করার জন্য প্রাণপন চেষ্টা করেন বেশি, দোষ লুকান যাতে বাইরের মানুষ খারাপ না বলতে পারে।
আমরা যারা চলচ্চিত্র, টিভি মিডিয়া, সাংবাদিকতা, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, প্রচন্ডভাবে বিশ্বাস করি তারা সবাই একটা পরিবার। কেনো যেনো ইদানীং দেখছি আমাদের পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের সম্মানহানি করছেন। সাধারণ মানুষজনের সামনে তাদের দোষ ত্রুটি নিয়ে একটু বেশিই নাড়াচাড়া করছেন ।
আরও পড়ুন>>>অভিনেত্রী সোহিনী খোলামেলা পোশাকে
দেখে খুব কষ্ট হয়েছে, আমার অনেক পছন্দের মানুষরাও এর মধ্যে আছেন। হয়তো টিআরপিতে কিছুদিনের জন্য আপনারা এগিয়ে থাকবেন কিন্তু পরিবারের অন্য সব সদস্যদের চোখে আপনি থাকবেন আজীবন তালিকাভুক্ত, ঘৃনিত একজন টিআরপি লোভী।
নিজস্ব সংবাদদাতা 











































