মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

যশোর ব্যুরো ## যশোর শিক্ষা বোর্ডে বুধবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে অনলাইনে এসএসসি পরীক্ষার ফরম পুরণ কার্যক্রম। শিক্ষার্থীরা ঘরে বসে ফরম পুরণ করতে পারছে। ৭ থেকে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পুরণ করতে পারবে। এজন্য যশোর শিক্ষা বোর্ড থেকে ফরম পুরণের ফি নির্ধারণ করেছে।
বিজ্ঞানে ৪র্থ বিষয় ব্যবহারিক ফিসহ এক হাজার ৯৭০ টাকা, বাণিজ্য ও মানবিক  ৪র্থ বিষয় ব্যবহারিক ফিসহ এক হাজার ৮৫০ টাকা দিয়ে ফরমপুরণ করতে হবে।  ১৮ থেকে ২২ এপ্রিলের মধ্যে পরীক্ষার্থী প্রতি ১শ টাকা হারে বিলম্ব ফিসহ পরীক্ষার্থী নির্বাচন ও সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দিতে পারবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইন্সটিটিউিট প্যানেলে প্রতিষ্ঠানের  লগইন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর মেনুবার থেকে এসএসসি ২০২১ এ ক্লিক করলে সম্ভাব্য পরীক্ষা তালিকা প্রদর্শিত হবে। সম্ভাব্য তালিকা থেকে প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবককে মোবাইল নম্বর  ও পরীক্ষার্থীর কাছে ফরম পুরণ ফি বাদে শিক্ষা প্রতিষ্ঠানের পাওনাদি সেশন ফি এবং ডিসেম্বর পর্যন্ত বেতন যদি বকেয়া থাকে, এন্ট্রি করে আপডেট বাটুন ক্লিক করতে হবে। ক্লিক করলে এন্ট্রিকৃত মোবাইল নম্বরে পরীক্ষার্থীর ফরম পুরণের লিংক, নিবন্ধন নম্বর ও পিন সংবলিত একটি এসএমএস চলে যাবে। এসএমএসে পাওয়া লিংক ভিজিট করে অথবা বোর্ডের ওয়েবসাইটে যেয়ে ফরমফিলাপ মেনুতে ক্লিক করে নিবন্ধন নম্বর, এসএমএসে পাওয়া পিন নম্বর দিয়ে লগইন করতে হবে।
এরপর পরীক্ষার্থী পেমেন্ট করুন বাটুনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেনট গেটওয়ে বিকাশ, রকেট ইউক্যাশ, ভিসাকার্ড মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ডিবিবিএল, নেক্সাস কার্ড ও সোনালী ব্যাংক একাউন্ট ট্রান্সফার ও সোনালী ব্যাংক একাউন্টে ফরমপুরণের বোর্ড ফি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাওনাদি পেমেন্ট করবে। করার পর ফাইনাল সাবমিট বাটুনে ক্লিক করে ফরম পুরণ সম্পন্ন করতে হবে। ফরম পুরণ হয়ে গেলে পরীক্ষার্থীদের ফাইনাল তালিকা প্রিন্ট করে সংরক্ষণে রাখতে হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, পূর্ব ঘোষণা অননুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী হাসান জহির

অনলাইনে যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

প্রকাশের সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
যশোর ব্যুরো ## যশোর শিক্ষা বোর্ডে বুধবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে অনলাইনে এসএসসি পরীক্ষার ফরম পুরণ কার্যক্রম। শিক্ষার্থীরা ঘরে বসে ফরম পুরণ করতে পারছে। ৭ থেকে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পুরণ করতে পারবে। এজন্য যশোর শিক্ষা বোর্ড থেকে ফরম পুরণের ফি নির্ধারণ করেছে।
বিজ্ঞানে ৪র্থ বিষয় ব্যবহারিক ফিসহ এক হাজার ৯৭০ টাকা, বাণিজ্য ও মানবিক  ৪র্থ বিষয় ব্যবহারিক ফিসহ এক হাজার ৮৫০ টাকা দিয়ে ফরমপুরণ করতে হবে।  ১৮ থেকে ২২ এপ্রিলের মধ্যে পরীক্ষার্থী প্রতি ১শ টাকা হারে বিলম্ব ফিসহ পরীক্ষার্থী নির্বাচন ও সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দিতে পারবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইন্সটিটিউিট প্যানেলে প্রতিষ্ঠানের  লগইন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর মেনুবার থেকে এসএসসি ২০২১ এ ক্লিক করলে সম্ভাব্য পরীক্ষা তালিকা প্রদর্শিত হবে। সম্ভাব্য তালিকা থেকে প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবককে মোবাইল নম্বর  ও পরীক্ষার্থীর কাছে ফরম পুরণ ফি বাদে শিক্ষা প্রতিষ্ঠানের পাওনাদি সেশন ফি এবং ডিসেম্বর পর্যন্ত বেতন যদি বকেয়া থাকে, এন্ট্রি করে আপডেট বাটুন ক্লিক করতে হবে। ক্লিক করলে এন্ট্রিকৃত মোবাইল নম্বরে পরীক্ষার্থীর ফরম পুরণের লিংক, নিবন্ধন নম্বর ও পিন সংবলিত একটি এসএমএস চলে যাবে। এসএমএসে পাওয়া লিংক ভিজিট করে অথবা বোর্ডের ওয়েবসাইটে যেয়ে ফরমফিলাপ মেনুতে ক্লিক করে নিবন্ধন নম্বর, এসএমএসে পাওয়া পিন নম্বর দিয়ে লগইন করতে হবে।
এরপর পরীক্ষার্থী পেমেন্ট করুন বাটুনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেনট গেটওয়ে বিকাশ, রকেট ইউক্যাশ, ভিসাকার্ড মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ডিবিবিএল, নেক্সাস কার্ড ও সোনালী ব্যাংক একাউন্ট ট্রান্সফার ও সোনালী ব্যাংক একাউন্টে ফরমপুরণের বোর্ড ফি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাওনাদি পেমেন্ট করবে। করার পর ফাইনাল সাবমিট বাটুনে ক্লিক করে ফরম পুরণ সম্পন্ন করতে হবে। ফরম পুরণ হয়ে গেলে পরীক্ষার্থীদের ফাইনাল তালিকা প্রিন্ট করে সংরক্ষণে রাখতে হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, পূর্ব ঘোষণা অননুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে।