শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোজায় প্রত্যাহার হলো ভোজ্যতেলের অগ্রিম কর

স্টাফ রিপোর্টার ## আসছে রোজায় ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

রোববার (১১ এপ্রিল) রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

 

রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানান, মূলত রোজায় ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস.আর.ও. নং- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

 

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।

 

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের বাজার অস্থিতিশীল থাকার ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কুবিতে স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোট এর নবীন বরণ অনুষ্ঠিত

রোজায় প্রত্যাহার হলো ভোজ্যতেলের অগ্রিম কর

প্রকাশের সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

স্টাফ রিপোর্টার ## আসছে রোজায় ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

রোববার (১১ এপ্রিল) রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

 

রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানান, মূলত রোজায় ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস.আর.ও. নং- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

 

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।

 

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের বাজার অস্থিতিশীল থাকার ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে।