
আন্তর্জাতিক ডেস্ক ## ভারতের মহারাষ্ট্রে ফের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ রোগীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে রাজ্যের থানে এলাকার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় চারজন প্রাণ হারান।
আরও পড়ুন >>> এবার মোদির পরিবারে করোনার হানা
সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে একটি কোভিড হাসপাতালে আগুন লেগেছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। তবে থানের হাসপাতালটি কোভিড রোগীদের জন্য ছিল না। থানের এই ঘটনায় আইসিউতে ভর্তি থাকা ৬ জনসহ মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে। অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে গিয়েই ৪ জনের মৃত্যু হয়।
স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী জীতেন্দ্র আওহাদ জানিয়েছেন, হাসপাতালের একতলাতে ভর্তি থাকা তিনজন ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হন।
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে যে মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































